লক্ষ্য পূরণ হওয়ায় সত্যি আমি খুশি : জেমি ডে

লক্ষ্য পূরণ হওয়ায় সত্যি আমি খুশি : জেমি ডে
স্পোর্টস ডেস্ক : ৮ ম্যাচে মাত্র দুটি ড্র। ২ পয়েন্ট পেয়ে গ্রুপে ৫ দেশের মধ্যে সবার নিচে থাকায় এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে খেলার মানসিক প্রস্তুতিই ছিল সবার; কিন্তু মঙ্গলবার রাতে এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব শেষ হওয়ার পর সুখবর আসে বাংলাদেশ শিবিরে। প্লে-অফ নয়, বাংলাদেশ সরাসরি খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে।

ওমানের কাছে ৩-০ গোলে হেরে বাছাই পর্ব শেষ করে বাংলাদেশ দল এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে দল হোটেল ছেড়ে রওয়ানা দিয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে। বৃহস্পতিবার ভোর ৩টায় জামাল ভূঁইয়াদের ঢাকায় পৌঁছানোর কথা।

এ অর্জনের জন্য জেমি ডে তার দলকে কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘ছেলেরা প্রত্যেকটি ম্যাচেই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন।’ কাতারে শেষ ম্যাচে জেমি ডে তার সেরা দলটি পাননি। বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে পড়েছিলেন ইনজুরি ও করোনাক্রান্ত হয়ে।

‘এটা ফুটবলে হতেই পারে। যে কারণেই আমি নেপালে সবাইকে খেলার সুযোগ দিয়েছিলাম। অনেকে সমালোচনা করেছেন। কিন্তু আমার সিদ্ধান্ত ঠিক ছিল। সবাইকে খেলার সুযোগ দেয়ার কারণেই আজকে কোয়ালিফাই করার ক্ষেত্রে কাজে লেগেছে’- বলছিলেন জেমি।

বিশ্বকাপের বাছাই পর্বে দলের রক্ষণভাগের প্রশংসা করেছেন জেমি ডে, ‘রক্ষণভাগ ছিল দারুণ সংগঠিত। বাছাইয়ে অনেক দল ৮ ম্যাচে ৩৫ থেকে ৪০ গোল খেয়েছে। আমরা গোল হজম করেছি ১৯ টি। আর একটা বিষয় আমরা কিন্তু ৮ ম্যাচের ৭টিই খেলেছি বিদেশের মাটিতে। ’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর