গোল্লা না গুল্লু, নিজের নামের রহস্য বললেন বেলিম

গোল্লা না গুল্লু, নিজের নামের রহস্য বললেন বেলিম

স্পোর্টস ডেস্ক : জাভেদ ওমর বেলিমের ডাক নাম আসলে কী? গোল্লা না গুল্লু? জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরো একবার নিজের নামের রহস্য বললেন। সেই সঙ্গে জানালেন কেন তিনি চান, সবাই জাভেদ ওমর বা বেলিম নামটাই ব্যবহার করুন।

দেশের হয়ে ৪০টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে খেলা বেলিম একটি ইংরেজি দৈনিককে বলেন, ‘আমার নাম আসলে গুল্লু।… গুল্লা না, আমার ডাক নাম হচ্ছে গুল্লু। এটা বাসার দেওয়া নাম।’

সতীর্থদের কাছে অনেক খেলোয়াড়েরই ‘আদুরে’ নাম থাকে। তবে জাভেদ ওমর বেলিমের জন্য অবশ্য নতুন করে কোনো নাম খুঁজতে হয়নি তার সতীর্থদের। কিন্তু তার ‘গুল্লু’ নামটাই কীভাবে যেন সাধারণের কাছে হয়ে যেত ‘গুল্লা’!

এদিকে বেলিম তার ডাক নামটা আবার প্রচারমাধ্যমেও আনতে চান না​। এর ব্যাখ্যায় বলেন, ‘আমি অনেক সময় এটা স্টপ করি। অনেকে মনে করে মাইন্ড করি। আসলে মাইন্ড করিনা। যেমন- আমিনুল ইসলামের ডাক নাম বুলবুল। কিন্তু বুলবুল নামে কেউ চিনে না। মিনহাজুল আবেদিন নামে সবাই চিনে, নান্নু নামে আমরা চিনি। ইন্টারন্যাশনালি যেহেতু জাভেদ ওমর, এ জন্য আমি সেটা স্টাবলিশ করার জন্যই সবাইকে বলি বেলিম বা জাভেদ ওমর বেলিম ডাকতে।’

 

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর