গজারিয়ায় ম্যাঘন্যাম ষ্টীল মিলের কালো ধোঁয়ার বিরুদ্ধে মানববন্ধন 

গজারিয়ায় ম্যাঘন্যাম ষ্টীল মিলের কালো ধোঁয়ার বিরুদ্ধে মানববন্ধন 
গজারিয়া  প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়ায় রোববার দুপুরে (৩০মে)ঢাকা-  চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকায় ম্যাঘনাম স্টিল মিলের কালো ধোঁয়ায় এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে । মানববন্ধনে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মোস্তফা সারোয়ার বিপ্লব ।
 বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধন  উপস্থিত ছিলেন  গজারিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আহমদ রুবেল,   গজারিয়া উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক, আলকামা দেওয়ান, সহ-সম্পাদক রাকিব হোসেন। আরো উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাকিব মিয়া সহ নেতাকর্মীরা মানববন্ধন উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক আহমেদ রুবেল বলেন গজারিয়ায় শিল্প কারখানা আছে এতে কোন সমস্যা নেই আমরাও চাই শিল্প কারখানা কিন্তু ম্যাঘনাম ষ্টিল মিল কারখানার যে ধোয়া বাহির হয় এতে এলাকার জমির  ফসল গাছের ফল ও মানুষের স্বস্হ্যর সমস্যাসহ রোগ বালাই হইতেছে । গনবসতিপূর্ন আবাসিক এলাকায় পরিবেশের হুমকি এমন একটি কারখানা  চলতে পারেনা  তাদের একটাই দাবি অবিলম্বে কালো ধোঁয়া বন্ধ করতে হবে। না হলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসিকে  নিয়ে  কঠোর কর্মসূচীর দিতে বাধ্য হবো। এবিষয়ে মেঘনা স্টিল মিলের কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে সিকিউরিটি ইনচার্জ  বলেন আমাদের কোন কর্মকর্তা এখন উপস্থিত নেই ।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান