বাংলাদেশের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: উদানা

বাংলাদেশের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: উদানা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নির্ভার ক্রিকেটের মন্ত্র সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের। দলটির অলরাউন্ডার ইসুরু উদানা মনে করেন, টাইগারদের বিপক্ষে তাদের হারানোর কিছুই নেই।

ঘরের মাঠে বাংলাদেশকে বিপজ্জনক দল উল্লেখ করে উদানা বলেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার রয়েছে। অপরদিকে আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাই আমাদের হারানোর কিছু নেই।’

তবে তাদের লক্ষ্য যে সিরিজ জয় সেটি বলতে ভোলেননি ৩৩ বছর বয়সী, ‘আমি মনে করি আমরা এখানে এসেছি তাদের হারানোর লক্ষ্য নিয়ে। তাদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কারণ নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। আমরা এটা বেশ ভালোভাবেই জানি।’

বিপিএলে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত উদানা। সেই প্রসঙ্গে বলেন, ‘তিন চার বছর ধরে আমি বিপিএলে খেলছি। এখানকার কন্ডিশনের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। স্বাগতিকদের হারানোর জন্য আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব। এটিই হচ্ছে আমাদের পরিকল্পনা।’

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর