লঙ্কা প্রিমিয়ার লিগ ‘শুরু’ ৩০ জুলাই

লঙ্কা প্রিমিয়ার লিগ ‘শুরু’ ৩০ জুলাই

অনলাইন ডেস্ক : সব ঠিক থাকলে শ্রীলঙ্কার অন্যতম শীর্ষ ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়াতে পারে ৩০ জুলাই। চলবে ২২ আগস্ট পর্যন্ত। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এই ঘোষণা দেয়।

সংস্থার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বলেন, ‘আমরা এ বছরের সংস্করণের (এলপিএল) জন্য উপযুক্ত উইন্ডো খোঁজে পেয়েছি। আমরা বর্তমানে টুর্নামেন্টের অন্যান্য বিষয় চূড়ান্ত করতে কাজ করছি।’

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্জুনা ডি সিলভা। তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট দেশের পরিস্থিতিও মূল্যায়ন করবে।’

গত বছর বায়ো-বাবলের মধ্যে আয়োজিত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। সবগুলো ম্যাচই হয় হাম্বানটোটায়। পাঁচ দলের আসরে শিরোপা জয় করে জাফনা স্ট্যালিয়ন।

 

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর