গাজীপুরে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাজীপুরে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর শহরের হাবিবউল্লাহ স্বরণীতে একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে শনিবার দুপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মাজুখান গ্রামের গোলাম হোসেনের স্ত্রী ৫০ উর্ধ্ব ভুক্তভোগী রাহেলা বেগম নামের এক নারী। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার নাতি মাসুম সরকার। লিখিত বক্তব্যে বলা হয় রাহেলা বেগমের পৈত্রিক সূত্রে পাপ্ত আড়াই কাঠা জমি ক্রয় করার জন্য তার ভাতিজা রুহুল দীর্ঘদিন যাবৎ তাকে ফুসলাতে থাকে। এক পর্যায়ে রাহেলা তার জমি বিক্রির জন্য সর্ম্মত হলে রুহুল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুকুটিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে ফারুক সোবাহান (৫০) ও বুলেট (৪০)কে রাহেলার নিকট নিয়ে আসে। পরবর্তীতে তারা ৩ জুন ২০১৪ ইং তারিখে টঙ্গী সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে যায় রাহেলাকে। সেখানে নিরক্ষর রাহেলাকে দিয়ে আড়াই কাঠার স্থলে ২১ একুশ শতাংশ জমি কুটকৌশলে পাওয়ার নামা করে নিয়ে যায় (পাওয়ার নামা দলিল নং-৯৭৯৫/১৪)। রাহেলার অভিযোগ আমার আড়াই কাঠার সাথে ভূমি দস্যু ফারুক সোবাহান, রুহুল ও বুলেট সুকৌশলে আমার আরেক ভাতিজা সারোয়ার হোসেন এর ভোগ দখলীয় সম্পত্তির আর এস খতিয়ান ৮২ এর আর এস দাগ নং যথাক্রমে ৫৬৫, ৫৬৬, ৫৬৭, ৫৬৮, ও ৫৬৯ বসিয়ে দেয়। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও গত ২৮ এপ্রিল ২০২১ ইং তারিখে ভূমিদস্যু ফারুক সোবাহান গং আমার ভাতিজা সারোয়ার হোসেনের জমিতে বালু ফেলে ভরাট করতে গেলে প্রতারনার গোপন রহস্য বেড়িয়ে আসে। তাৎক্ষনিক ঘটনা জানতে পেরে তার জমিতে বালি ফেলতে বাধা প্রদান করেন।
সাংবাদিক সম্মেলনে রাহেলার ভাতিজা সারোয়ার হোসেন বলেন, আমার সহজ সরল ও নিরক্ষর ফুফুকে ব্যবহার করে আমার পৈত্রিক সম্পত্তি জবর দখল করার পায়তারা করছে ফারুক সোবাহান গং। আমি জবর দখলে বাধা দেওয়ায় স্থানীয় এক কাউন্সিলর এর সহায়তায় ভূমিদস্যু গং আমাকে স্ব-পরিবারে খুন জখম ও বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে রাহেলা ও তার ভাতিজা সারোয়ার হোসেন দোষীদের বিরোদ্ধে দৃষ্টামূলক কঠিন শাস্তি দাবি করেন প্রশাসনের নিকট।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ