পাকিস্তানের বোলিং তোপে জিম্বাবুয়ের বেহাল দশা

পাকিস্তানের বোলিং তোপে জিম্বাবুয়ের বেহাল দশা

স্পোর্টস ডেস্ক : উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু স্বাগতিক জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পারেননি নিজেদের মেলে ধরতে। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর বোলিং তোপে অল্প রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ইনংসে জিম্বাবুয়ে ১৭৬ রান করে। পরে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ১০৩ রান করে। পাকিস্তানের পক্ষে আবিদ আলী ৫৬ ও ইমরান বাট ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রয় কাইয়া। আফ্রিদি ও হাসান দুজনই চারটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৫৯.১ ওভারে ১৭৬ (মাসভাউরে ১১, মুসাকান্দা ১৪, টেইলর ৫, শুম্বা ২৭, কাইয়া ৪৮, চাকাভা ১৯, টিরিপানো ২৮ ; আফ্রিদি ১৫.১-৫-৪৩-৪, হাসান ১৫-২-৫৩-৪, নুমান ১১-১,-২৯-১।)

পাকিস্তান প্রথম ইনিংস : ৩০ ওভারে ১০৩/০ (বাট ৪৩*, আবিদ ৫৬*; মুজারাবানি ৯-২-২০-০, এনগারাভা ৯-২-৩২-০, চিসোরো ৬-১-১৭-০, টিরিপানো ৬-১-৩৩-০)।

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর