রাত ৯:০৩, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
নিজেদের প্রত্যাশিত ফলাফলই পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঠিকই জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। জয় তারা পেয়েছে ২ উইকেটে। তাতেই পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা।
বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৫৮.৮৯। আর তিনে থাকা ভারতের পয়েন্ট শতাংশ ৫৫.৮৮। এখন পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছে তারাই। তবে চারে থাকা শ্রীলংকাও ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।
মেলবোর্নে বর্তমানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টের ৩য় ইনিংসে এরইমাঝে ৩৩৩ রানের লিড নিয়ে ফেলেছে তারা। বাকি আছে ৫ম দিনের রোমাঞ্চ। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার ফাইনালে উঠে যাওয়ার খবরটা নিশ্চিতভাবেই বেশ চাপ বাড়াবে ভারতের ওপর। যদিও এই একই খবর খানিক স্বস্তি দেবে অস্ট্রেলিয়াকে।
দেখে নেয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে কোন দলের সামনে কেমন সমীকরণ অপেক্ষা করছে ফাইনালে যেতে ভারতের সমীকরণ
মেলবোর্ন ও সিডনি টেস্ট জিতলে সরাসরি ফাইনালে যাবে ভারত। এক ম্যাচ ড্র এবং এক ম্যাচ জিতলে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে অন্তত ১ ম্যাচ ড্র দরকার ভারতের। দুই টেস্ট ড্র হলে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারতে হবে ১-০ ব্যবধানে। বোর্ডার গাভাস্কার সিরিজের বাকি দুই ম্যাচ হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে না ভারত। বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-১ সমতায় শেষ হতে হবে। বিপরীতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে লঙ্কানদের।