রিজার্ভ ২০ বিলিয়ন ছাড়াল

রিজার্ভ ২০ বিলিয়ন ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

ঈদের কারণে প্রবাসী আয় আসায় বাড়তে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ১১ বিলিয়ন বা ২ হাজার ১১ কোটি ডলার।

এছাড়া, ইতিবাচক ধারায় বাড়ছে দেশের পণ্য রপ্তানি। গত ডিসেম্বর থেকে টানা ৪ মাস পণ্য রপ্তানি ৫০০ কোটি ডলারের ওপরে রয়েছে।

এর মধ্যে সর্বশেষ গত মার্চ মাসে রপ্তানি হয়েছে ৫১০ কোটি ডলারের পণ্য।

গত বছরের এই সময়ে দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন বা ৩ হাজার ১২০ কোটি ডলার।

সংশ্লিষ্টরা জানান, রপ্তানি প্রবাহ ইতিবাচক ধারায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা