বিএনপি সোমালি জলদুস্যুদের চেয়েও ভয়ংকর : হাছান মাহমুদ

বিএনপি সোমালি জলদুস্যুদের চেয়েও ভয়ংকর : হাছান মাহমুদ

চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার চট্টগ্রামের লালদীঘি পাড়ে ‘চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সোমালি জলদুস্যুদের চেয়েও বেশি ভয়ংকর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেত্বত্বে বিএনপি সোমালি জলদস্যুদের মতো ভয়ংকর কর্মকাণ্ড চালাচ্ছে দেশে।’

গতকাল শুক্রবার বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁর চট্টগ্রামের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বলেছিলেন, ‘আওয়ামী লীগের নেতারা সোমালিয়ান জলদুস্যুদের চেয়েও মারাত্মক।’

পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আরও বলেন, ‘সোমালি জলদুস্যুরা দেশের নাবিকদের কোনো ক্ষতি করেনি। কিন্তু বিএনপি দেশের ক্ষতি করে। মানুষ মারে। সম্পর্ক ধ্বংস করে। সুতরাং বিএনপি এই জলদুস্যুদের চেয়েও ক্ষতিকর।’

হাছান মাহমুদ বলেন, ‘খুব সহসা সোমালিয়া জিম্মি বাংলাদেশি নাবিকরা মুক্ত হবে। জাহাজও ছাড়া পাবে।’

আলোচনা অনেক এগিয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু এইটুকু বলি, খুব দ্রুততম সময়ে জিম্মি নাবিকরা অক্ষত অবস্থায় দেশে ফিরবে। একইসঙ্গে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহও মুক্ত হবে।’

ঈদ উপলক্ষে নগরীর লালদিঘী পাড়ে আয়োজন করা হয় চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসবের। সেখানে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে আঞ্চলিক ও দেশের গান এবং নৃত্য। হাজার মানুষ এই অনুষ্ঠান উপভোগ করে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা