মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুর হাইওয়ে পুলিশের  আলোচনা সভা 

 মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুর হাইওয়ে পুলিশের  আলোচনা সভা 
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : কাঁচপুর হাইওয়ে থানার আয়োজনে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চলের  হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর অঞ্চলের  হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী  পুলিশ সুপার মোঃ আবদুল কাদের জিলানী। এছাড়া আরো উপস্থিত ছিলেন শিমরাইল পুলিশ বক্সের টিআই(এডমিন) শরফুদ্দিন,টিআই ফারুক সহ কাঁচপুর হাইওয়ে থানার অন্যান্য অফিসার ও বিভিন্ন গাড়ির চালক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই ইব্রাহিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি মৃত্যু একটি পরিবার ধ্বংসের কারণ অনেক পরিবারে একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকে। প্রতিদিন সড়কে দূর্ঘটনা হচ্ছে। তাই আমরা সকলে নিয়ম মেনে চললে খুব দ্রুত সড়ক দূর্ঘটনার পরিমাণ কমে যাবে।  বিশেষ করে সরকার এবং উচ্চ আদালতে তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচলের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেজন্য তিন চাকার যান চালকদের বলবো আপনারা মহাসড়কে চলাচল না করে অন্য সড়ক দিয়ে চলাচল করুন। এতে করে দেখবেন মহাসড়কে দুর্ঘটনা কমে যাবে। আপনারা মহাসড়কে চলাচল না করলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কোন প্রকার মামলা মোকদ্দমা না দিয়ে সহযোগিতা করবে। এছাড়া সকল চালকদের বলবো আপনারা মহাসড়কে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাবেন এবং ট্রাফিক আইন মেনে চলাচল করবেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা চালকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান