দুপুর ২:৫০, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক : তারকাদের জীবনে কতকিছুই ঘটে বৈচিত্র্যময়। অবশ্য তারাও মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কাজ করে। এই যেমন সোনাক্ষি সিনহা। আপাতত হাতে কোনো কাজ নেই। তাই অবসর সময় কাটাচ্ছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী।
বড়পর্দায় অনিয়মিত থাকলেও নেট দুনিয়ায় তিনি নিয়মিত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করেন সময় করে। ৭ জানুয়ারি নিজের ইনস্টাগ্রামে মাঝরাতের একটি ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষি। সেখানে দেখা যাচ্ছে, অনেক খাবার যোগাড় করতে ব্যস্ত তিনি। খাবার নিয়েই দিলেন চম্পট।
ভিডিওর ক্যাপশনে সোনাক্ষি লিখেছেন, ‘হ্যা, আমি আপনাদের মতোই মিডনাইট স্ন্যাকার। পার্থক্য হলো, আমি ভিডিও বানাই। আপনারা বানান না।’
মাঝ রাতে পোস্ট করা ঐ ভিডিওতে দেখা গেছে, রীতিমতো কালো কাপড়ে গা ঢাকা সোনাক্ষির। হঠাৎ রান্নাঘরে হাজির। হাতের সামনে স্ন্যাক্সের প্যাকেট নিয়েই চম্পট!
নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশের পর ‘স্মাইল’ রিয়েক্টে ভরে গেছে ভিডিও কমেন্টস বক্স। নেটিজেনরা ইতিবাচক হিসেবেই নিয়েছেন সোনাক্ষীর মাঝ রাতের ভিডিও। কমেন্টসগুলোই তার প্রমাণ।
দেখে নিন সোনাক্ষির মাঝরাতের ভিডিওটি