সন্ধ্যা ৭:২৯, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অন্য দেশ থেকে রিয়াদে আসা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর ওই ব্যক্তির সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তাদের কারোর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া যায়নি।