সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত বাড়ানো সবাইকে স্যালুট: তামিম

সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত বাড়ানো সবাইকে স্যালুট: তামিম
স্পোর্টস ডেস্ক :যখনই এরকম কোনো কিছু হয় আমরা দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে আসি, যা খুবই গুরুত্বপূর্ণ- রোববার দুপুরেই সংবাদ মাধ্যমে এ কথা বলছিলেন তামিম ইকবাল। আর সন্ধ্যায়ই সীতাকুণ্ডের বিস্ফোরণে সাহায্যের হাত এগিয়ে দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে স্যালুট দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

প্রায় ২০ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন। এই বিস্ফোরণে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ, গুরুতর আহত হয়েছেন কয়েকশ মানুষ। এ ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকে।

তিনি আরও লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য। শত বিভেদ ভুলে আমরা সকলের পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, লড়াই করছি। ধন্যবাদ এই নায়কদের। মানবতার আবারো জয় হলো। তাদের সবাইকে আমার স্যালুট।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যে জায়গায় আছি না কেন ঢাকা, খুলনা…আমাদের সবাইকে নিজ দিক থেকে যতটুক পারি ছোট বড় যা সহযোগিতা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি তারা সেরা চিকিৎসাসেবা পাবে, তারা সেরা সহযোগিতা পাবে সবার কাছ থেকে। তারা সুস্থ হয়ে উঠবে। আমাদের সবার দোয়া তাদের সঙ্গে আছে।’

More News...

সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

নেইমার পেলেন বড় সুখবর