সন্ধ্যা ৭:১৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লিগে শিরোপার জন্য লড়ে যাবে বার্সেলোনা

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর ক্লাবের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। এরপর জাভি হার্নান্দেস দায়িত্ব নেওয়ার পর আবার আগের রূপে ফিরে এসেছে স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি। ইতিমধ্যেই উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। তাতেই আত্মবিশ্বাসী ফিরে পেয়েছে দল। শেষ সুযোগ পর্যন্ত শিরোপার জন্য লড়ে যাবে বার্সেলোনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি বলেন, ‘আগের ম্যাচে রিয়াল জেতার কারণে সেভিয়ার বিপক্ষে ম্যাচাট আমাদের জন্য ফাইনাল ছিল। আমরা লড়াইটা চালিয়ে যেতে চাই, যতক্ষণ না গাণিতিকভাবে আশাটা শেষ হয়ে যাচ্ছে আমাদের।’

দুর্দান্ত ফর্মে থাকা বার্সার কোচ আরও বলেন, ‘ বর্তমান সময়ে আমার দল যে ফর্মে রয়েছে, সেটাতে সত্যিই অনেক বেশি ভালো কাজ করে। যাদের রক্ষণভাগ অনেক বেশি শক্তিশালী, আমরা সেই দলকেই হারিয়েছি। তবে এই এক জয়ে আমরা কিছুই বলতে চাচ্ছি না। আমরা করে যাচ্ছি এবং শেষ পর্যন্ত করে যাব।’

উল্লেখ্য, লা-লিগার পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। তাদের সংগ্রহ ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৫৭ পয়েন্ট। কাতালানরা অবস্থান করছে দুই নম্বরে।