বিকাল ৪:৫০, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসি-নেইমারদের ছাড়াই চার গোল পিএসজির

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ফরাসি জায়ান্ট ক্লাবটিতে যোগ দেয়ার পর শরিবার রাতে প্রথম মাঠে নামে পিএসজি। কিন্তু নতুন ক্লাবের হয়ে এই ম্যাচ খেলা হয়নি ফুটবল জাদুগরের। সেই সঙ্গে খেলেননি নেইমারও। দলের অন্যতম সেরা দুই তারকাকে ছাড়াই স্ট্রসবার্গের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে পিএসজি।

এদিন ম্যাচে পিএসজির হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া এবং ইউলিয়ান ড্রক্সলার। এদিকে স্ট্রসবার্গের হয়ে একটি করে গোল করেন কেভিন গামেইরো এবং লুদোভিক আজোক।

প্যারিসের পাক দি ফ্রাঁসে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গতিময় ফুটবল খেলতে থাকে পিএসজি। এমবাপ্পে-ইকার্দিদের গতির কাছে পাত্তাই পায়নি স্ট্রসবার্গ। আর তাতেই একের পর এক সফলতা আসতে থাকে। ম্যাচের তৃতীয় তৃতীয় মিনিটেই ডিফেন্ডার আবদু দিয়ালোর অনেক দূর থেকে ডি-বক্সে বাড়ানো ক্রসে লাফিয়ে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ইকার্দি।

এরপর ২৫তম মিনিটে এমবাপ্পের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তার মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে। আর প্রথমার্ধে ড্রক্সলারের গোলে ব্যবধান তিনগুণ করে পিএসজি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠা স্ট্রসবার্গ দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায়। হেড থেকে গোল করে দলের হয়ে ব্যবধান কমান গামেইরো। আর এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-২ করে ম্যাচ জমিয়ে তোলেন আজোক।

তবে ৮১তম মিনিটে ডিফেন্ডার আলেকসান্দ জিকু পেছন থেকে ইকার্দিকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখলে আর কোনো চমক দেখাতে পারেনি স্ট্রসবার্গ। উল্টো আরেকটি গোল খেয়ে ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে দলটি।