সকাল ৬:১১, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক : ওপার বাংলার আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই সাহসী। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে। এবারও সেই রূপ দেখা গেলো তার।
নিজের ক্লিভেজ দেখানো নিয়ে বিরাট দুঃসাহসী মন্তব্য করেছেন শ্রীলেখা। এমনকি নিজের ক্লিভেজ পর্যন্ত পৌঁছানোর টোটকাও দিয়ে দিয়েছেন লাস্যময়ী ও অভিজ্ঞ এ অভিনেত্রী।
সম্প্রতি একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন সাহসী এক ক্যাপশন। ‘আগে আমার চোখে হারাও, ক্লিভেজ দেখারও সময় পাবে।’ আপলোড করা ওই ছবিতে শ্রীলেখার ক্লিভেজ স্পষ্ট হয়ে রয়েছে।
ওই ছবি সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমকে নায়িকা বলেন, ‘ছবিটিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।’
পর্দায় বরাবর উষ্ণতা ছড়ানো শ্রীলেখা আরও বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে আজেবাজে কথা বলে। আমার কোন ধরনের পোশাক পরা উচিৎ বা উচিৎ নয়, সে বিষয়ে পরামর্শও দেয়। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। আমার ক্লিভেজ আমি দেখাব। তবে আমার ক্লিভেজ অবধি পৌঁছাতে হলে আগে আমার মন ছুঁতে হবে।’
ভক্তদের অনেকেই শ্রীলেখাকে কাছে পেতে চান এটাও জানেন এ অভিনেত্রী। এ বিষয়েও খোলাখুলিভাবে তিনি বললেন, ‘জানি অনেক পুরুষ আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন। এই বয়সেও আমি যদি কারও ফ্যান্টাসির বিষয় হই, তা তো ভালো লাগার বিষয়।’
বর্তমান হাতে ব্যস্ত কোনো কাজ নেই শ্রীলেখার।
একটি শর্ট ফিল্ম এর শুটিং নিয়ে কাজ করছেন। যার নাম ‘বেটার হাফ’। অভিনয়ের পাশাপাশি এটির পরিচালকও তিনি। আবার চিত্রনাট্যও তার লেখা। এসব নিয়েই ব্যস্ত আছেন।