পাক হানাদারের বিরুদ্ধে গুলি চালানোর নজির নেই জিয়ার : প্রধানমন্ত্রী

পাক হানাদারের বিরুদ্ধে গুলি চালানোর নজির নেই জিয়ার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছিল এমন কোন নজির নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল এটা ঠিক। কিন্তু সে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছিল এ রকম কোন নজির নেই।

বঙ্গবন্ধু কন্যা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পরে আওয়ামী লীগের কিছু নেতাদের নিয়ে বেইমান খন্দকার মোশতাক গং রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল। তাঁদের মূল শক্তি ছিল জিয়াউর রহমান। যাকে বঙ্গবন্ধু মেজর থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়েছিলেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা