আফগানিস্তান ‘স্বাধীন-সার্বভৌম দেশ’: তালেবান

আফগানিস্তান ‘স্বাধীন-সার্বভৌম দেশ’: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : দুই দশক আফগানিস্তানে থাকার পর অবশেষে দেশে ফিরে গেছে মার্কিন বাহিনী। সোমবার মধ্যরাতে মার্কিন সেনা সদস্যদের নিয়ে কাবুল বিমানবন্দর ছাড়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফ্লাইট। এর পরই উল্লাসে মেতে ওঠে তালেবানরা। তারা বলছে, ‘আফগানিস্তান স্বাধীন-সার্বভৌম দেশ।’

আল জাজিরার খবরে বলা হয়, তালেবানরা মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে। সব মার্কিন সেনা সদস্যের প্রত্যাবর্তনের পর মঙ্গলবার কাবুল বিমানবন্দরের দায়িত্ব বুঝে নেয় তালেবানরা। উদযাপন করতে আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে তারা; সেইসঙ্গে কাবুলে রাতের আকাশে দেখা যায় আতশবাজিও।

কাবুল বিমানবন্দর থেকে মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোনো সন্দেহ নেই যে ইসলামিক আমিরাত আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।’

তবে তিনি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখারও বার্তা দিয়েছেন। তালেবান মুখপাত্র বলেন, ‘আমার দেশের পক্ষে আমি বলতে চাই, আমরা বিশ্বের অন্য সবগুলো দেশের সঙ্গে সুসম্পর্ক চাই।’

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান, মধ্যরাতের পর আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছেড়েছে।

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনো কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা করার কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ১৪ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছিল তালেবান। সেই সময় থেকেই মূলত কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে উদ্ধার কার্যক্রম চলছিল। জেনারেল ম্যাকেঞ্জি বলেন, যুক্তরাষ্ট্রের এবং জোট বাহিনীর বিমানগুলোয় করে সব মিলিয়ে এক লাখ ২৩ হাজার বেসামরিক ব্যক্তিকে সরিয়ে আনা হয়েছে।

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ