রাত ৯:২১, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতিযোগী নয়, শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার মনোভাব তৈরির লক্ষ্যে শ্রেণিতে রোল নাম্বার প্রথা বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে শিক্ষার্থীদের দেয়া হবে আইডি নম্বর। ২০২১ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকরের চেষ্টা করছে সরকার।
মঙ্গলবার অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, ‘প্রত্যেক শ্রেণিতে যে রোল নাম্বার থাকে, রোল নাম্বারের যে প্রথা চলে আসছে, এতে অনভিপ্রেত প্রতিযোগিতা হচ্ছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাবের অভাব ঘটে। এই রোল নাম্বারের কারণে সবাই সামনে আসতে চায়।’
দীপু মনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষ থেকে শ্রেণি রোল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার দিতে। এতে পুরনো রোল নাম্বার প্রথার বিলুপ্তি হবে। আর অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষাজীবনে সে ওই আইডি নাম্বার নিয়ে থাকবে, তাতে তাকে ট্র্যাক করা যাবে, সে ঝরে পড়ছে কি না।’
চলতি বছর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা সমতা আসবে এবং গুণগত শিক্ষা অর্জন সহজ হবে বলেও জানান তিনি।
ভার্চুয়াল সভায় আরও অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।