শুক্রবার অভিষেক হবে মেসির- হোর্হে মাস

শুক্রবার অভিষেক হবে মেসির- হোর্হে মাস

স্পোর্টস ডেস্ক: চুক্তির আনুষ্ঠানিকতা শেষ। শুক্রবার মেক্সিকান দল ক্রুল আজুলের বিপক্ষে কি ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে লিওনেল মেসির? ক্লাবের একাংশের মালিক হোর্হে মাস জানিয়েছেন, ‘শুক্রবার অভিষেক হবে মেসির।’ এর আগে লম্বা ছুটি শেষে নিজেকে প্রস্তুত করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মঙ্গলবার এমএলএস ক্লাবের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ট্রেনিংয়ে যোগ দেন মেসি। রবিবার ঘরের স্টেডিয়ামে তাকে জমকালো আয়োজনে উপস্থাপন করে মায়ামি।

অনুশীলনে সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটসকেও পান মেসি। দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। শুক্রবার আজুলের বিপক্ষে মেসির অভিষেকের প্রত্যাশা মায়ামির যৌথ মালিক ডেভিড বেকহ্যামেরও, ‘আমরা জানি না লিও ম্যাচ শুরু করবে কি না বা কোন সময় মাঠে নামবে। কারণ আমি মনে করি দিন শেষে তাকে প্রস্তুত থাকতে হবে। তাকে নিরাপত্তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে ছুটি শেষে সে খেলার জন্য প্রস্তুত কি না। এক সপ্তাহ ধরে সে মায়ামিতে এবং কঠোর ট্রেনিং করেছে। টাটা মার্টিনো তার সঙ্গে অনুশীলনের সময় ছিলেন। তিনিই সিদ্ধান্ত নেবেন তাকে কখন খেলানো হবে।’

মঙ্গলবার ট্রেনিংয়ের সময় মাথার ওপর ছিল হেলিকপ্টার। ড্রোনও ঘুরছিল। মেসির অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন দুইশর মতো মিডিয়া সদস্য। তাকে গার্ড অব অনার দেন ক্লাবের অন্যরা। মায়ামির আমেরিকান ডিফেন্ডার দিয়ান্দ্র ইয়েডলিন বলেন, ‘দেখে মনে হচ্ছে মাইকেল জর্ডান খেলতে নামছে। আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে সেটা যে ভাবিনি তা নয়, কিন্তু আমি আনন্দিত।’

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা