‘গরিবের প্রোটিন ব্রয়লার মুরগির দাম এখন ২৫০ টাকা’

‘গরিবের প্রোটিন ব্রয়লার মুরগির দাম এখন ২৫০ টাকা’

নিজস্ব প্রতিবেদক : দেশে নীরব দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, এ অবস্থার মধ্যে গণবিরোধী অবৈধ সরকার দফায় দফায় জ্বালানি-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েই চলছে। সরকারদলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে চাল-ডাল-আটা-তেল-লবণ-মাছ-মাংস-ডিম এমনকি গরিবের প্রোটিন ফার্মের মুরগির দাম ২৫০ টাকায় তুলেছে।

তিনি বলেন, আদানি গ্রুপের গোপন বিদ্যুৎ চুক্তির মাধ্যমে দেশকে দেউলিয়া বানানোর পথে নিয়ে গেছে সরকার। অবিলম্বে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল করতে হবে। সংসদ ভেঙে সরকারের পদত্যাগ দেশ ও জনগণের এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

শনিবার (১১ মার্চ) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় ১২ দলীয় জোটের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশবাসীর সামনে একদফা সরকার পতনের আন্দোলনের বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ- ভাসানী চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম প্রমুখ।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?