আধাকেজি স্বর্ণ পাচারের চেষ্টা, যুবক আটক

আধাকেজি স্বর্ণ পাচারের চেষ্টা, যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৫০৬ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ শামীমুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীমুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকলেসহ শামীমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন শামীম।
বিজিবির এ অধিনায়ক আরও বলেন, জব্দ স্বর্ণের দাম প্রায় ৪৪ লাখ টাকা। এগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা