ন্যাটোর সদস্যপদে আর আগ্রহী নয় ইউক্রেন

ন্যাটোর সদস্যপদে আর আগ্রহী নয় ইউক্রেন

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে ইউক্রেনের জটিলতা ও দূরত্বের সৃষ্টি হয়েছিল ন্যাটোর সদস্যপদ নিয়ে। সেই ন্যাটোয় যোগ দিতে এখন আর আগ্রহী নন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে গত সোমবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

জেলেনস্কি ন্যাটো জোটের সদস্যপদ পাওয়ার জন্য আর চাপ প্রয়োগ করবেন না মন্তব্য করে বলেন, ‘আমরা বুঝতে পেরেছি যে ন্যাটো সদস্য হিসেবে ইউক্রেনকে মেনে নিতে প্রস্তুত নয় এবং এই জোট রাশিয়ার সঙ্গে সংঘর্ষে ভয় পায়।’

রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে মূলত এ দুটি কারণে। জেলেনস্কির এই মন্তব্যে যুদ্ধ সমাপ্তির নতুন আশা দেখা যাচ্ছে। জেলেনস্কি এই ইঙ্গিত এমন সময় দিলেন যখন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আনাতোলিয়ায় এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন।

বৈঠকের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ‘তিনি বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠকের প্রস্তাব করবেন।’

১০ মার্চ তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে তুরস্কের শহর আনাতোলিয়ায়। এ তথ্য জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাবে তার দেশ।’

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা