রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ চিহ্নিত করার দাবি জেলেনস্কির

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ চিহ্নিত করার দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পশ্চিমের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রথমবারের মতো কোনো বিদেশি নেতা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

বুধবার বিবিসি ভাষণের ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে।

ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি কিছু কথা আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই, যা যুক্তরাজ্য আগেও শুনেছে, যা আবারও গুরুত্বপূর্ণ- আমরা হার মানবো না; আমরা হারবো না।’

তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো; সাগরে, আকাশে আমরা দেশের জন্য লড়ে যাবো- তার মূল্য যা-ই হোক না কেনো।’

তিনি বলেন, ‘আমরা বনে, মাঠে, সৈকতে, পথে লড়বো।’ জেলেনস্কি বলেন, ‘আমরা আরও বলবো যে, আমরা নিপারের মতো বিভিন্ন নদীর তীরে লড়ে যাবো; আমরা আপরাদের সাহায্য চাইছি।’

তিনি বলেন, ‘আমরা সহায়তার জন্য কৃতজ্ঞ; আমি আপনার কাছে কৃতজ্ঞ বরিস (জনসন)।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দয়া করে এই দেশটির (রাশিয়া) উপর নিষেধাজ্ঞার চাপ বাড়িয়ে দিন এবং দয়া করে এই দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করুন।’

এ ভাষণের সময় ব্রিটিশ পার্লামেন্টের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন এবং ভাষণ শেষে তারা সবাই করতালি দেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা