দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের জনপদ পঞ্চগড়ে চারদিন ধরে চলছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। সোমবার সকালে তাপমাত্রা আরও কমেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সোমবার ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর আগে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিদিনের মতো সোমবার সকালেও ১০ টার পর সূর্যের মুখ দেখা যায়। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। তবে প্রতিদিন বিকেলের পর থেকেই শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশায় ঢেকে যায় জনপদ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, সোমবার সকালে সর্বনিম্ন ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন