ঝিনাইদহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

ঝিনাইদহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের করোনার ওমিক্রনের ভয়াবহতা রুখতে জনসাধারণকে সচেতন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ ৫ টি স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪৮৭ টি মামলায় প্রায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে বিচারক।

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন