নওগাঁর পোরশায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান

নওগাঁর পোরশায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান

নওগাঁ প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পোরশা নওগাঁর নির্দেশ মোতাবেক প্রাঙ্গণের দুটি বুথে ৬ষ্ঠ-১০ম ১৯১৫ শিক্ষার্থীদের কোভিড/১৯ টিকা প্রদান করা হয়।

আজ রবিবার সকাল দশটা থেকে উপজেলার অফিসার্স ক্লাব ও মিলনায়তনে দুটি বুথে উপজেলার মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ – ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের এ টিকা প্রদান করেন।

বিদ্যালয়ের মোট ১১১৪ জন ও মাদ্রাসার ৮০১ জন শিক্ষার্থী ছেলে ও মেয়ের দুইটি লাইনেএ টিকা গ্রহণ করেন।

পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ১৩ জন নার্স এ টিকা প্রদানে সহযোগিতা করেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসান জানান। শিক্ষাদানের কোন অসুবিধার সৃষ্টি না হলেও আতঙ্কে টিকা গ্রহণের পর বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এর একজন শিক্ষার্থী তৎক্ষণাৎ মাথা ঘুরে পড়ে যান। পরক্ষণেই চোখে মুখে পানি সেটালে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। ভয়ের কারণে এমনটা ঘটেছে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন