ঘর থেকে মাকড়সা দূর করার সহজ উপায়

ঘর থেকে মাকড়সা দূর করার সহজ উপায়

অনলাইন ডেস্ক : ঘরবাড়ি পরিষ্কার করার দুদিন পরই আবার মাকড়ার বাসা ঝুলতে দেখা যায়। যেদিকে তাকাচ্ছেন সেদিকেই মাকড়সার জাল চোখে পড়ে। কয়েকটি নিয়মে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পা্ওয়া সম্ভব।

যখনই দেখবেন, ঘরের দেয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে। এ ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।

সপ্তাহে অন্তত একবার ঘরের দেয়াল ভালো করে ঝেড়ে ফেলুন। কারণ, ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।

পানির মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো পানি দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।

দেয়ালের কোনায় হলুদ মেশানো পানি স্প্রে করুন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। সেই মিশ্রণ ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন, যেখানে মাকড়সা বেশি দেখা যায়। ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশপাশেও ঘেঁষবে না।

বছরে একবার দেয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।

More News...

খুব সকালে ঘুম থেকে ওঠা কেন জরুরি?

হার্ট অকেজো হওয়ার কারণ জানলে অবাক হবেন –