একটা নষ্ট সময় অতিক্রম করছি : মির্জা ফখরুল

একটা নষ্ট সময় অতিক্রম করছি : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দেশে ফ্যাসিবাদী আগ্রাসন চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন দুঃসময় চলছে। আমরা কথা বলতে পারি না। লিখতে পারি না। ফেসবুকে কেউ স্ট্যাটাস দিলেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। একটা নষ্ট সময় অতিক্রম করছি আমরা।’ আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আত্মীয়ের বাসা থেকেও সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে তিনটি মামলা দেওয়া হয়েছে। সত্য ঘটনার ওপর ভালো ছবি তোলায় তাকে কারাগারে পাঠানো হয়। শিল্প-সাহিত্য সবকিছু নির্বাসিত হতে চলেছে। জাতির ওপরে চলছে ভয়াবহ ফ্যাসিবাদের আগ্রাসন।’

সোনারগাঁওয়ে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনর উদ্যোগে ‘বেঙ্গল, দি নেইম ইজ বিউটি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নান তার জীবদ্দশায় কবি জীবনান্দ দাশের ‘রুপসী বাংলা’ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। গ্রন্থটির প্রকাশক অন্য প্রকাশক।

অনুষ্ঠানে ফখরুল ইসলাম বলেন, ‘আমরা এখন প্রেসক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে জোর গলায় কথা বলছি। এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আমাদের আরও জোর গলায় বলতে হবে, সোচ্চার হতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান ও প্রয়াত লেখক আব্দুল হান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা