বাংলাদেশকে রুখে দিল সেশেলসে

বাংলাদেশকে রুখে দিল সেশেলসে

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকশে ফুটবল টুর্নামেন্টের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথমার্ধের শুরু দিকে মোহাম্মদ ইব্রাহীমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সমতায় ফেরায় সেশেলসে। তাতেই ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করল জামাল ভূঁইয়ারা।

আজ বুধবার বিকেলে ম্যাচটি ১-১ গোলে ড্র করে মারিও লামোসের শিষ্যরা। মোহাম্মদ ইব্রাহীমের গোলে পিছিয়ে পড়ে শেষ সময়ে রশিদের গোলে সমতায় ফেরে সেশেলসে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগারো ধাপ পিছিয়ে সিশেলসে। আফ্রিকা অঞ্চলের দেশটির ফুটবল র‍্যাঙ্কিং ১৯৯, অথচ ওদের বিপক্ষে এগিয়ে থেকেও পয়েন্ট হারালো বাংলাদেশ।

ম্যাচের ১৬ মিনিটে ইব্রাহীমের গোলে বাংলাদেশ লিড পায়। সেই লিড ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ধরেও রেখেছিল বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিটে আগে কর্ণার থেকে জটলার মধ্য থেকে সেশেলসের ব্রেন্ডনের গোলে ম্যাচে সমতা আনেন। তাতেই ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু হয় বাংলাদেশের।

More News...

ওবায়দুল কাদেরের মস্তিষ্ক অলস-হৃদয় দুর্বল : রিজভী

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়