যেভাবে আপনার মোবাইলে রেকর্ড করবেন ইউটিউব শর্টস ভিডিও

যেভাবে আপনার মোবাইলে রেকর্ড করবেন ইউটিউব শর্টস ভিডিও

প্রযুক্তি ডেস্ক : ইউটিউব শর্টসের মাধ্যমে ক্রিয়েটররা ছোট ছোট ভিডিও আপ দিতে পারবেন। অর্থাৎ অনেকটা লাইকির মতোই শর্ট ভিডিও ইউটিউব গ্রাহকরাও আপ করতে পারবেন। ইউটিউব শর্টস বিষয়টি নতুন হওয়ায় অনেকে কীভাবে নিজের মোবাইলে এই ইউটিউব শর্টসের ভিডিও রেকর্ড করে আপ দিতে হবে জানেন না। আপনার মোবাইলে ইউটিউব শর্টস ভিডিও কীভাবে রেকর্ড করবেন তা এখানে দেওয়া হলো:

১. আপনার মোবাইলে ইউটিউবে সাইন ইন করুন।

২. প্লাস বাটন সংবলিত ক্রিয়েট বাটনে চাপ দিন।

৩. এরপর ক্যামেরা চিহ্নিত ক্রিয়েট এ শর্ট বিটা বাটনে চাপ দিন।

৪. আপনার শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের বড় দৈর্ঘ্যের করতে হলে রেকর্ড বাটনে ১৫ এর ওপর চেপে ৬০ সেকেন্ড পর্যন্ত টেনে নিন। তবে মনে রাখতে হবে ইউটিউব শর্টসের জন্য ইউটিউবের অডিও লাইব্রেরিতে মিউজিক বা অরিজিনাল অডিও ১৫ সেকেন্ড পর্যন্ত সীমিত করা আছে।

৫. আপনার রেকর্ডিংয়ের গতি বাড়ানো বা কমানোর জন্য স্পিড অপশনে চাপুন।

৬. রেকর্ড শুরুর কাউন্টডাউন এবং কখন রেকর্ডটি অটোমেটিক্যালি শেষ হবে তা নির্ধারণের জন্য টাইমার অপশনে চাপুন। টাইমার বিষয়টি আসলে অপশনাল।

৭.একটি ক্লিপ রেকর্ড করার জন্য ক্যাপচার বাটনে ধরে রাখুন অথবা বাটনটি রেকর্ড করার শুরুতে চাপুন এবং রেকর্ড শেষ করার সময় চাপুন।

৮. আনডু বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিও ক্লিপটি রিমুভ করুন অথবা রিডু বাটনে চাপ দিয়ে এটিকে পুনরায় সংযুক্ত করুন।

৯. ডান বাটনে চাপ দিয়ে আপনার ভিডিওটি প্রিভিউ করুন । এরপর যদি আরও কিছু যোগ করার প্রয়োজন পড়ে তাহলে নেক্সট বাটনে চাপুন।

১০ আপনার শর্ট ভিডিও এর একটি টাইটেল যুক্ত করুন। এটি সর্বোচ্চ ১০০ ক্যারেক্টারের হবে।

১১. এরপর আপলোড বাটনে চেপে শেষ করুন আপনার ইউটিউব শর্টস ভিডিও।

More News...

কল ধরলেই তথ্য হ্যাক, বিষয়টি সঠিক নয়

ঘোষণায় সীমাবদ্ধ অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের ‘তোড়জোড়’