করোনা হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় : গবেষণা

করোনা হওয়ার পর টিকা নিলে অ্যান্টিবডি বেশি হয় : গবেষণা

নিজস্ব প্রতিবেদক : যারা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর করোনাভাইরাসের (কভিড-১৯) দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এই গবেষণা পরিচালনাকারীদের একজন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন সোমবার বলেন, ‘যারা কোভিড-১৯ ইনফেকশন হওয়ার পরে যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

গবেষণায় আরও বলা হয়, যারা দুটি ডোজ টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের অন্তত ৯৮ শতাংশ মানুষের দেহে রোগটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কভিডের টিকা নেওয়া ২০৯ জনের ওপর এই গবেষণা করা হয়েছে।

অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের মধ্যে ৩১ অংশগ্রহণকারী টিকা নেওয়ার আগে কভিডে আক্রান্ত হয়েছিলেন। আর ৬৯ শতাংশ অংশগ্রহণকারী কভিডে আক্রান্ত হননি। এর মধ্যে যাদের কভিডের ইতিহাস ছিল, তাদের মধ্যে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বাকি ২ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়নি। তবে এই ২ শতাংশ মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল বলে জানান তিনি।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, যে ৫-৬ জনের দেহে অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের একজনের বয়স ৯৩ বছরের বেশি ছিল। এছাড়া কেউ কেউ ক্যানসারের মতো মারাত্মক রোগে ভুগছেন বলে জানা গেছে।

এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতি কম-বেশি হয় কিনা, সে বিষয়ে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া