থাইল্যান্ডে গৃহহীনদের জন্য ঘর

থাইল্যান্ডে গৃহহীনদের জন্য ঘর
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ড সারা বিশ্বের কাছে পর্যটন দেশ হিসেবে পরিচিত। তাদের অর্থনীতি অনেকটা পর্যটননির্ভর। থাই সরকারের টেকসই অর্থনীতির পরিকল্পনার ফলে আজ দেশটির অর্থনীতি অনেক শক্তিশালী।

২০ থেকে ২৫ বছর আগে থাইল্যান্ডের অর্থনীতি এতটা শক্তিশালী ছিল না। অনেকেই ছিলেন গৃহহীন। থাই সরকার তাদের থাকার জন্য তৈরি করে দিয়েছেন গৃহ। যেগুলো দেখলে মনে হতে পারে ভিআইপি কোনো এলাকা।

এখানে আছে প্রশস্ত রাস্তা, গাড়ি পার্কিং ব্যবস্থা, বাগান, ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য স্কুল, খেলার মাঠ, পর্যাপ্ত খোলামেলা জায়গা। সিকিউরিটি ব্যবস্থার জন্য পুলিশবক্স।

আর আজ গাড়ি পার্কিং-এ করার জায়গা গাড়িতে ফুল। এখানে বসবাসরত সবারই এখন গাড়ি আছে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে দরকার সঠিক নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্ত এবং দূরদর্শী পরিকল্পনা এটাই তার বাস্তব উদাহরণ।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ