যে কারণে ট্রয় মুভির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

যে কারণে ট্রয় মুভির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া

প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘বলিউড ও হলিউডের কর্মক্ষেত্রের পরিবেশের কিছু পার্থক্য রয়েছে। ২০০৪ সালে উলফগ্যাং পিটারসনের পরিচালনায় এরিক বানা, অরল্যান্ডো ব্লুম, রোজ ব্রাইন, ডায়ান ক্রুগার, ব্র্যাড পিট অভিনীত এই চলচ্চিত্রের প্রস্তাব পান। হলিউড ও বলিউডের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পার্থক্যটি হচ্ছে, হলিউডে কোনো মুভির কাজ চলাকালে সম্পূর্ণভাবে সেখানে নিবেদিত থাকতে হয়। অন্য কোথাও যাওয়া বা অন্য মুভির কাজ করাও সম্ভব হয় না।’

তিনি আরও বলেন, ‘ট্রয় প্রজেক্টে কাজ করার জন্য ৬ থেকে ৯ মাস সেই সেট ছাড়া অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। সেই অভিজ্ঞতাও অ্যাশের ছিল না। তাছাড়া সে সময় আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ থাকায় এত লম্বা সময়ের জন্য ট্রয়ে কাজ করা আর হয়ে ওঠেনি।’এ প্রসঙ্গে ব্র্যাড পিট বলেন, ‘সুযোগ পেলে আমি ঐশ্বরিয়ার সাথে অভিনয় করতে চাই। কারণ তিনি দারুণ এক বহুমাত্রিক অভিনেত্রী। শুধু বলিউডই নয়, তার স্টাইল, অভিনয় ও সৌন্দর্যের দ্বারা পশ্চিমেও দারুণ জনপ্রিয় তিনি। তাই আমি মনে করি, অ্যাশের সাথে ট্রয়ে অভিনয়ের সুযোগ আমি মিস করেছি।’

More News...

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান