৮ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে স্পেন

৮ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে স্পেন

স্পোর্টস ডেস্ক : একের পর এক জমজমাট ম্যাচ উপহার দিয়ে চলেছে চলতি ইউরো কাপ। এর মধ্যে এখনও পর্যন্ত আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচই যেন খেলল স্পেন ও ক্রোয়েশিয়া। গোলের খেলা ফুটবলে একে একে ৮টি গোল হলো এ দুই দলের ম্যাচে। যেখানে শেষ হাসি স্পেনের মুখে।

নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র ছিল নাটকীয় এই ম্যাচ। মূলত স্পেনের করা আত্মঘাতী গোলের কারণে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে আরও দুইবার বল জালে জড়িয়ে ৫-৩ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে লুইস এনরিকের দল, পেয়ে গেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।

More News...

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা…..

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা