বলিউডের এ তথ্যগুলো জানেন কি?

বলিউডের এ তথ্যগুলো জানেন কি?

১৯৭০ সালেই সিনেমার সংখ্যায় হলিউডকে টপকে যায় বলিউড। আর ওই বছরই ‘বলিউড’ নামটি চালু হয়।

করোনার আগে গড়ে প্রতিদিন ১ কোটি ৪০ লাখ ভারতীয় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো। গড় হিসাবে প্রত্যেক ভারতীয় তাদের এক দিনের আয় খরচ করে সিনেমা দেখার পেছনে।

ভারতীয় চলচ্চিত্রে নাচ-গান থাকবেই। তাই বলে ৭১টা! রাজপুত্রের সঙ্গে এক পরীর প্রেম নিয়ে তৈরি ‘ইন্দ্র সভা’ নামের একটি অপেরায় এতোগুলো গানই ছিল।

ভারতের প্রথম নারী পরিচালক ফাতিমা বেগম। ১৯২৬ সালে ‘বুলবুল-ই-পরিস্থান’ তৈরি করেন তিনি।

সবচেয়ে বেশি ফিল্মফেয়ার পুরস্কার জেতার রেকর্ডটা এখনও গুলজারের। ৮৬ বছর বয়সী ভারতের এ গুণী শিল্পী একাধারে গীতিকার, পরিচালক, সংলাপ লেখক ও গল্পকার। ২২টি ফিল্মফেয়ার জিতেছেন তিনি। সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন অমিতাভ বচ্চন- ৩৩ বার।

দীর্ঘদিন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক ছিলেন সালমান খান। সিনেমাপ্রতি নিয়ে আসছেন ৫০-৬০ কোটি রুপি। তবে এ বছর নির্মিতব্য ‘পাঠান’ সিনেমার জন্য ১০০ কোটি রুপি নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন শাহরুখ খান।

More News...

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান