গজারিয়ায় পানির মধ্যে পাকা ঘাটলা  নির্মাণ

গজারিয়ায় পানির মধ্যে পাকা ঘাটলা  নির্মাণ
গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাশে  খালে উপর পানির মধ্যেই নির্মান করা হচ্ছে পাকা ঘাটলা। ঘাটলার সাথে নেই কোন সংযোগ সড়ক।  তবে এই নতুন নির্মিত গোসলের জন্য  ঘাটলাটি  স্থানীয় এলাকাবাসীর কোন কাজেই আসবে না বলে জানান  স্হানীয় লোকজন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন খালের পাড়।
টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাশের  খালের উপর নির্মিত এ পাকা ঘাটলা নির্মানাধীন হইতেছে।
সরেজমিনে দেখা গেছে, টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাশ  দিয়ে বয়ে গেছে  একটি  খাল। বড় ভাটেরচর গ্রাম অংশে কোমর সমান পানির মধ্যে নির্মান কাজ চলছে।  চারদিকে থৈথৈ পানি,  নেই কোন সংযোগ সড়ক ।
পানির মধ্যে পাকা ঘাটলা এলাকাবাসীর কোন কাজে আসবে না বলে খালের পাড়ে গোসল করতে আসা বড় ভাটেরচর গ্রামের আসমা বেগম, নিলুফা ইয়াসমিনসহ অনেকেই স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, খালের পাড়ে পাকা ঘাটলা’টি এলাকার লোকজনের কোন উপকারে আসবে না। কারণ ওটা পানির মধ্যে। ঘাটলায় যেতে হলে কোমড় সমান পানির মধ্যে নেমেই যেতে হবে।
এ ব্যাপারে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টার মুঠো ফোন জানান, যেনে শুনেই পানির মধ্যে পাকা ঘাটলা নির্মান হচ্ছে।  পরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ঘাটলার সাথে সংযোগ সড়ক করা হবে ।

More News...

বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে জনসভা

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন