নন-ক্যাডারের সেই ৯ কর্মকর্তা এবার হলেন উপসচিব

নন-ক্যাডারের সেই ৯ কর্মকর্তা এবার হলেন উপসচিব

নিজস্ব প্রতিবেদন : নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হওয়া ৯ জন কর্মকর্তাকে এবার উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, আইডিএমসির সহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজরুল ইসলাম।

এ ছাড়া উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুর।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা