অভিষিক্ত জয়াবিক্রমার রঙিন দিনে ব্যাকফুটে বাংলাদেশ

অভিষিক্ত জয়াবিক্রমার রঙিন দিনে ব্যাকফুটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রাভিন জয়াবিক্রমার আন্তর্জাতিক অভিষেকটা হলো বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে। আর সেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট শিকার করলেন ২২ বছর বয়সী। এই বাঁহাতি স্পিনার তার বোলিং ঘূর্ণিতে বাংলাদেশকে রীতিমতো দুঃস্বপ্নই উপহার দিলেন। একই সঙ্গে পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষেই যেন ম্যাচের ভাগ্যও নির্ধারণ হয়ে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৫১ রানেই গুটিয়ে যায়। এর আগে সকালে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ থাকলেও সেটি তারা করেনি। প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জ দিচ্ছে তারা।

প্রথম ইনিংসের ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা অবশ্য তৃতীয় দিন শেষে ১৭ রান তুললেই ২ উইকেট হারিয়েছে। তবে এরই মধ্যে ২৫৯ রানের লিড পেয়ে গেছে দলটি।

 

More News...

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

পিএসজির দুর্দান্ত জয়ের দিনে এমবাপ্পের চোট