একদিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

একদিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এ বছরে ডেঙ্গু সংক্রমণের এটা নতুন রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নতুন ২৮৭ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৭৯ রোগী ঢাকার। বাকি ৮ জন ঢাকার বাইরে।

চলতি বছর এ নিয়ে ৩ হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ঢাকার বাইরের ১০২ জন।

এদিকে গত দুই দিনে সারাদেশে ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৭৮ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ