একদিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

একদিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এ বছরে ডেঙ্গু সংক্রমণের এটা নতুন রেকর্ড।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নতুন ২৮৭ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৭৯ রোগী ঢাকার। বাকি ৮ জন ঢাকার বাইরে।

চলতি বছর এ নিয়ে ৩ হাজার ১৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ঢাকার বাইরের ১০২ জন।

এদিকে গত দুই দিনে সারাদেশে ৫২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৭৮ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া