বিকাল ৪:৪০, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক
গণমানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি তাদের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম ও স্বপ্নকে প্রতিফলিত করার লক্ষ্যে ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
সংবাদ মাধ্যমটি দেশ-বিদেশের খবর, রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনসহ নানা বিষয়ে পাঠকদের সামনে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। একটি স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আর ঢাকা পোস্টের বিনোদন বিভাগ তা বিশেষভাবে পাঠকদের কাছে উপস্থাপন করে থাকে।
এই বিভাগে দেশি-বিদেশি চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, সংগীতসহ সেলিব্রিটিদের সংবাদ এবং শিল্প-সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। বিনোদন বিভাগের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সর্বশেষ খবর, অভিনেতা-অভিনেত্রীদের জীবনযাত্রা, নতুন প্রজন্মের শিল্পীদের উত্থান এবং আন্তর্জাতিক বিনোদন জগতের তথ্য পাঠকরা সহজেই জানতে পারেন।
ঢাকা পোস্টের বিনোদন বিভাগ শুধু খবর পরিবেশন করে না বরং তা বিশ্লেষণধর্মী প্রতিবেদনের মাধ্যমে পাঠকদের বিনোদন জগতের নানা দিক সম্পর্কে ধারণা দেয়। এছাড়াও, নতুন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের রিভিউ, টেলিভিশন নাটকের জনপ্রিয়তা এবং ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে তথ্যবহুল প্রতিবেদেন প্রকাশ করে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বিনোদন সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা পোস্টের বিনোদন বিভাগ এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাঠকদের কাছে দ্রুততম সময়ে খবর পৌঁছে দেয়। এর ফলে পাঠকরা দেশি-বিদেশি বিনোদন জগতের সর্বশেষ খবর সম্পর্কে অবগত থাকতে পারেন।
পাশাপাশি বিশেষ দিনে বিশেষ আয়োজন এবং বিনোদন জগতের নানা রকম ইভেন্ট কভারেজও প্রকাশিত হয়। ঢাকা পোস্টের বিনোদন বিভাগ বাংলাদেশের গণমাধ্যম জগতে একটি অনন্য অবস্থান তৈরি করেছে এবং গণমানুষের আস্থা অর্জনে সফল হয়েছে।