সকাল ১০:৩২, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

ছবিতে প্রভাসের পোশাকের ব্যয়ই ৬ কোটি!

বর্তমানে ‘রাধে শ্যাম’ নামে একটি রোমান্টিক প্রেমের গল্পের ছবির শুটিং করছেন ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর অনুযায়ী, এই ছবিতে ‘বাহুবলী’ তারকার পোশাক-পরিচ্ছদের বাজেটই ছয় কোটি রুপি!

‘রাধে শ্যাম’-এ সত্তর দশকের ঐতিহ্যির পোশাকে দেখা যাবে প্রভাসকে, যে পোশাক এখন মোটেই সহজলভ্য নয়। কস্টিউমের বিবেচনায় এই ছবি প্রভাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। ভালোবাসা দিবসে প্রকাশ পায় ছবির টিজার। সেখানে নিজের ঝলক দেখিয়ে ভক্তদের উজ্জীবিত করেছিলেন দক্ষিণী সুপারস্টার।

ছবিতে প্রভাসের বিপরীতে নায়িকা রয়েছেন পূজা হেগড়ে। সেখানে দর্শকের জাদুকরি অভিজ্ঞতার জন্য কোনো ছাড় দিতে চান না প্রযোজকরা। পোস্টার থেকে টিজার সে প্রমাণই দেয়। ইউরোপের দারুণ সব লোকেশনে হয়েছে ছবির শুটিং। যেখানে প্রভাসের স্টাইলিশ পোশাক দৃষ্টি আকর্ষণ করেছে সিনেপ্রেমীদের।

এর আগে গত বছর প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। প্রভাসের ক্যারিয়ারের ২০তম ছবি ‘রাধে শ্যাম’। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার এবং পরিবেশন করছে গুলশান কুমার ও টি-সিরিজ। এই ছবিটি একই সঙ্গে হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় নির্মিত হচ্ছে। চলতি বছরের জুলাইতে মুক্তি পাবে ছবিটি।