দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান

দেশে ফিরলেন নৌবাহিনী প্রধান
নিজেস্ব প্রতিবেদক : তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

তুরস্ক সফরকালে তিনি দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দেশটির নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নৌবাহিনী প্রধান দেশটির নৌবাহিনী সদর দফতরে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

তুরস্কে অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সফরে তিনি গত ২৭ মে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

More News...

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ