রাত ২:১৬, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক
এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! ভারত যে এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় দল, সেটি দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্বাগতিকদের কোণঠাসা করে দিয়েছে জাসপ্রিত বুমরাহর দল।প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত বল হাতে নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ১০৪ রানেই। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৫৩৪ রানের বিশাল লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া।
আর এত বড় লক্ষ্য সামনে রেখে লড়াইটাও বোধ হয় করতে পারবে না অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের তোপে যে ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
নাথান ম্যাকসুয়েনি (০) আর মার্নাস লাবুশেনকে (৩) এলবিডব্লিউ করেছেন বুমরাহ। নাইটওয়াচম্যান হিসেবে নেমে উইকেট বাঁচাতে পারেননি প্যাট কামিন্সও (২)। তাকে শিকার করেন মোহাম্মদ সিরাজ।এর আগে ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ অপেক্ষা করছিলেন, কখন সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। তিন অংক ছোঁয়ার পরপরই ভারতীয় অভিজ্ঞ ব্যাটারকে ডেকে নিলেন বুমরাহ। ১৪৩ বলে ১০০ রান করেন কোহলি। তার সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন নিতিশ কুমার রেড্ডি। তৃতীয় দিনের শেষ সেশনে কিছু সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে ভারত।
দ্বিতীয় ইনিংসে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০১ রানের জু্টি। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে মিচেল স্টার্কের বলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন।
জয়সওয়াল হাঁকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন অংকে পৌঁছেই থামেননি জয়সওয়াল। ইনিংসকে টেনে নিয়ে যান ১৬১ রানে। ২৯৭ বলে মোকাবেলা করে হাঁকান ১৫ ও ৪ ছক্কা। ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি খেলেন ১৪৩ বল, হাঁকান ৮ চার ও ২ ছক্কা। এছাড়া ৯৪ বলে ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৭১ বলে ২৫ রান করেন দেবদূদ পাডিক্কেল।অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন নাথান লায়ন। ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।