সকাল ১১:৩৭, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

মিমি-নুসরাতের বন্ধুত্বে ফাটল

ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। কাজের বাইরেও এই দুই তারকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব। এ কথা কারও অজানা নয়। দুজনেই সমসাময়িক। একসঙ্গে রাজনীতেতে নেমেছেন, সাংসদও হয়েছেন একই সঙ্গে। ২০১৯ সালে নুসরাতের বিয়েতে যোগ দিতে সব কাজ ফেলে তুরস্কেও উড়ে গিয়েছিলেন মিমি।

কিন্তু তাদের সেই গাঢ় বন্ধুত্বেই নাকি ফাটল ধরেছে। মিমি ও নুসরাতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। গেল শনিবার প্রথম পোস্টটি দেননি মিমি। তিনি লেখেন, ‘সমস্যাটা হলো মানুষ সততার পথে থাকলে, সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।’

এর প্রেক্ষিতে পরপর দুটি পোস্ট দেন নুসরাত। প্রথম পোস্টে নায়িকা লেখেন, ‘কিছু মানুষ সামান্য স্পটলাইটের জন্য অনায়াসে দীর্ঘদিনের বন্ধুকেও ঠকাতে পারে।’ দ্বিতীয় পোস্টে লেখেন, ‘জীবনে কে তোমার সামনে সততা দেখাল, সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাল, সেটাই আসল।’

তবে মুখ ফুটে মিমি বা নুসরাত একে অপরকে কোনো কথা বলেননি। আপাতত দুজনে ভার্চুয়াল বক্তব্যে পরস্পর বিরোধী। মিমি যখন তার পোস্টে সততার কথা উল্লেখ করছেন, নুসরাত তখন টেনে আনছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা।

মিমি-নুসরাতের এই পরস্পর বিরোধী পোস্ট নিছকই কাকতালীয় নাকি এখানে লুকিয়ে আছে অন্য গল্প? কার কারণে বা কী কারণে তাদের এতদিনের বন্ধুত্বে ফাঁটল ধরল? কোনো প্রশ্নেরই উত্তর আপাতত নেই। তবে চাপা থাকবে না কিছুই। শুধু সময়ের অপেক্ষা।