পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুস্ম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।

নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।

পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ