শিল্প-কারখানায় ৩ দিনের বেশি ছুটি নয়

শিল্প-কারখানায় ৩ দিনের বেশি ছুটি নয়

নিজস্ব প্রতিবেদক : চলমান লকডাউন বা বিধি-নিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোয় ঈদের ছুটি তিনদিনই থাকছে। নিজ নিজ কর্মস্থলে রাখতে শিল্প-কারখানা তিনদিনের বেশি ছুটি দেওয়া যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। আর লকডাউন বেড়েছে রোববার (১৬ মে) পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ মে) ভার্চুয়্যাল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন। এর মধ্যে দু’দিন পড়েছে শুক্র ও শনিবার।

সরকারি অফিস বন্ধ সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।

লড়ডাউন বাড়ানোয় এবার এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকছে। শুধু জেলার মধ্যে গণপরিবহন চলবে। বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ