ফিল্ম আর্কাইভের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফিল্ম আর্কাইভের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিনোদন প্রতিবেদক : আজ (১৭ই মে) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব জনাব কামরুন নাহার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) ড. মো. জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কোহিনুর আক্তার সুচন্দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব স. ম. গোলাম কিবরিয়া, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। ফিল্ম আর্কাইভ নিয়ে স্মৃতিচারণ করেন ভবন নির্মাণ প্রকল্প পরিচালক আকতারুজ্জামান, সাবেক ফিল্ম আর্কাইভের ডিজিটাল চলচ্চিত্র সংরক্ষণ প্রকল্প পরিচালক সারোয়ার আলম, চলচ্চিত্র পরিচালক, শিক্ষক মসিহ উদ্দিন শাকের, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার স্বেমি, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি কাজী হায়াৎ।

 

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, শিপন মিত্র, তানভির, নাদের চৌধুরী, আলীরাজ, আলেকজান্ডার বো, ঝুনা চৌধুরী, অভিনেত্রী সুচন্দা, দিলারা জামান, অঞ্জনা, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, সুচরিতা, দিলারা। আরও উপস্থিত ছিলেন পরিচালক ড. মতিন রহমান, পঙ্কজ পালিত, বেলায়েত হোসেন মামুন, কাওসার চৌধুরী, প্রসূন রহমান, আওকাত হোসেন, রফিকুজ্জামান, হাবিবুল ইসলাম হাবিব, গাজী মাহবুব, নোমান রবিন, জুলফিকার জাহেদি, শাহ আলম মন্ডল, আবু মুসা দেবু, লেখক গবেষক অনুপম হায়াৎ, শিল্প সমালোচক, গবেষক মইন উদ্দিন খালেদসহ আরও অনেকে।

১৯৫৬ সালে আব্দুল জব্বার খান পরিচালিত প্রথম কাহিনীচিত্র মুখ ও মুখোশ নির্মাণের পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ মানসম্মত চলচ্চিত্র নির্মিত হয়েছে। প্রায় উন্নত সকল দেশে চলচ্চিত্র সংস্কৃতি সংরক্ষণরে জন্য জাতীয় পর্যায়ে ফিল্ম আর্কাইভ রয়েছে।

স্বাধীনতার পরবর্তী আমাদের দেশেও ফিল্ম আর্কাইভ তৈরি প্রচেষ্টা শুরু হয়। ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার কারণে এ উদ্যোগ থমকে গেলেও পরবর্তীতে ১৯৭৮ সালের ১৭ই মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্ব অনুধাবন করে ডিজিটাল আর্কাইভ ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি ও আধুনকি ভবন নির্মাণ করে বিশ্ব মানের ফিল্ম আর্কাইভের কার্যক্রম গতিশীল করে। আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক জনাব ফারহানা রহমান।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মার্কেন্টাইল ব্যাংকের দুর্নীতি মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংক এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা